সভাপতির বাণী

আস্সালামু আলাইকুম ওয়া রাহ্‌মাতুল্লাহ, শিক্ষা মানব জীবনের গৌরব ও মুকুট। শিক্ষা জীবনকে আলোকিত করে। যে জীবনে শিক্ষা নেই সে জীবন অন্ধকারাচ্ছন্ন ও মরুভূমির ন্যায় এবং অনিশ্চয়তার দিকে ধাবমান। শিক্ষা এমন এক শক্তি যার দ্বারা এক ব্যক্তি অন্য ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে। শিক্ষাহীন জীবন প্রাণহীন ছবির মতোই নিশ্চল। কিন্তু শিক্ষা মানে শুধু বইয়ের পাতার লেখাগুলো মুখস্থ করা নয়। অভিজ্ঞতা ও পুনর্গঠনের মধ্য দিয়ে শিক্ষা অর্জিত হয়। তাই যুগের চাহিদা ও প্রতিযোগিতাময় বিশ্বে নেতৃত্বদানের উপযোগী হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলাই শিক্ষার মূখ্য উদ্দেশ্য হওয়া বাঞ্ছনীয়। শিক্ষা হচ্ছে সমৃদ্ধ সভ্যতার সংবেদনশীল হৃদয়। শিক্ষার প্রকৃত অর্থ ব্যক্তিত্বের বিকাশ, মানষিক অবস্থার উন্নতি। শিক্ষার এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই মহতী উদ্যোগ এবং এই উদ্দেশ্য সাধনে আমাদের সাথে যুক্ত রয়েছেন অত্যন্ত মেধাবী, দক্ষ ও আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন কিছু সংখ্যক শিক্ষক। আমার মতে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা স্বয়ংসম্পূর্ণ নয়। তাই প্রচলিত ধারণা থেকে বেরিয়ে এসে একটি স্বয়ংসম্পূর্ণ, যুগোপযোগী ও অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা কার্যকর করতে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। এই ব্যবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের পরিপূর্ণভাবে পাঠদান ও পাঠগ্রহণ নিশ্চিত হবে ইন্শা আল্লাহ। আমাদের শিক্ষকবৃন্দ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার সর্বোচ্চ মান বজায় রাখার ব্যাপারে খুবই আন্তরিক, যত্নবান ও বদ্ধপরিকর। সর্বোচ্চ মানের শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক, মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ব্রত। শিক্ষাকে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবমূখী ও আনন্দদায়ক করা ও সৃজনশীল শিক্ষায় শিক্ষার্থীদেরকে দক্ষ করে গড়ে তোলার মহান ব্রত সমানে রেখে আমাদের যাত্রা শুরু। এই যাত্রায় সকলের সহযোগীতা, সমর্থন ও অংশগ্রহণ একান্ত কাম্য।

ধন্যবাদান্তে,
ফরিদ আহমেদ ভূঞা
মাদ্রাসা সভাপতি